Site icon Jamuna Television

মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪০

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে।

দুপুরে আদিতমারী উপজেলা পরিষদের নির্বাচনী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলমকে শুভেচ্ছা জানাতে তার সমর্থকরা মিছিল নিয়ে বের হলে মনোনয়ন বঞ্চিত ইমরুল কায়েস ফারুকের সমর্থকরা বাধা দেয়। এতে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করতে গেলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে আহত হয় পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকানপাট। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

Exit mobile version