Site icon Jamuna Television

সুবর্ণচরে স্কুলছাত্রীকে গণধর্ষণ, ২ আসামির ৪ দিনের রিমান্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির ছাত্রী গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতে হাজির করা হলে বিচারক নবনিতা গুহ শুনানি শেষে তাদের দু’জনে ৪দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হচ্ছেন, সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের মৃত তৈয়বের ছেলে ইস্রাফিল আজাদ স্বপন ও একই এলাকার চাঁন মিয়ার ছেলে নিজাম উদ্দিন।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত তাদের ৪দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ভূমিহীন বাজার জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী (১৩)কে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশা চালক স্বপন গাড়ীতে তুলে নেয়। পরে ভিকটিমকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত ৯টার দিকে চরমজিদ গ্রামের শাহজাহানের বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে যায়। ওইস্থানে আগে থেকে অপেক্ষা করে স্বপনের সহযোগি নিজাম। পরে রাতে তারা দু’জন মিলে জোরপূর্বক ভিকটিমকে গণধর্ষণ করে। পরেরদিন এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে স্বপন ও নিজামকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বপন ও নিজামকে গ্রেপ্তার করে পুলিশ।

Exit mobile version