Site icon Jamuna Television

রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেল নারীর

রাজধানীর বাড্ডায় ট্রাক চাপায় জিন্না নামে এক নারী নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জিন্না তার ছেলেকে নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা ট্রাকটি জিন্নাকে চাপা দিয়ে চলে যায়।

এতে শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় তার। দুর্ঘটনার পরপরই ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নিহত নারীর গ্রামের বাড়ি গোপালগঞ্জে। পরিবারসহ বাড্ডা এলাকায় থাকতেন তিনি। জিন্নার মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।

Exit mobile version