Site icon Jamuna Television

গরুর দুধে সিসা: অভিযুক্তদের কেন সর্বোচ্চ শাস্তি দেয়া হবে না- হাইকোর্টের রুল

১৫ দিনের মধ্যে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা হতে গরুর দুধের নমুনা নিয়ে তা প্রতিবেদন আকারে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে প্রক্রিয়াজাতকৃত গরুর দুধ ও দইয়ের নমুনা নিয়েও প্রতিবেদন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এই নির্দেশ দেন।

এছাড়াও ১৫ দিনের মধ্যে গাভীর দুধের পরীক্ষার প্রতিবেদন জমা দিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান, কেন্দ্রীয় নিরাপত্তা খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির চেয়ারম্যান ও সদস্য, বিএসটিআই’কে নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়টিকে ‘দূর্নীতি’ হিসেবে উল্লেখ করে তা তদন্ত করতে দুদক চেয়ারম্যানকেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যাদের কারণে দুধে এমন ক্ষতিকর পদার্থ পাওয়া গেছে তাদের সর্বোচ্চ শাস্তি কেন দেয়া হবে না সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে।

Exit mobile version