Site icon Jamuna Television

সাগর ও রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবি

সাংবাদিক দম্পত্তি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এই দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়া হয়েছে।

সকালে ডিআরইউ’র সামনে সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, হত্যাকাণ্ডের সাত বছর পরও খুনিদের সম্পর্কে কোন তথ্য উদঘাটন করতে পারে নি আইনশৃঙ্খলা বাহিনী। ৬৩ বারেরও বেশি সময় নেয়া হয়েছে প্রতিবেদন দিতে এতেই প্রমাণ হয় আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ-এমন মন্তব্য করেন নেতারা।

তারা অভিযোগ করে বলেন, শক্তিশালী একটি পক্ষ এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত, তাই বিলম্ব হচ্ছে বিচার কাজে। সাংবাদিক নেতারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার দ্রুত নিস্পন্ন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Exit mobile version