Site icon Jamuna Television

সাংবাদিককে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতার শাস্তির দাবিতে মানববন্ধন

বরগুনায় সাংবাদিককে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা হেমায়েত হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। সকালে বামনা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সংহতি জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, দেশের বিভিন্নস্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় এ ধরণের ঘটনা বাড়ছে। দোষী ব্যক্তিকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তারা। ২০১৭ সালের ১২ জুন হত্যার মামলার আসামির সাথে বরগুনা-২ আসনের সংসদ সদস্যের ইফতার শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক মানবজমিনে। এর জের ধরে গত ৩ ফেব্রুয়ারি পত্রিকাটির জেলা প্রতিনিধি মিজানুর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে আহত করেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি হেমায়েত হোসেন।

Exit mobile version