Site icon Jamuna Television

৯ বছর ধরে সরকারি পাজেরো গাড়ি ব্যবহার করেছেন পিডিবির টাইপিস্ট

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত তৃতীয় শ্রেণির কর্মচারী আলাউদ্দিন মিয়ার অবৈধভাবে ব্যবহৃত সরকারি পাজেরো গাড়ি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থার সহকারী পরিচালক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের দল এই অভিযান চালায়।

দুপুরে দুদক কার্যালয়ে সংস্থার মহাপরিচালক মুনীর চৌধুরী জানান, গাড়িটির পেছনে প্রতিমাসে ৪৫০ লিটার তেল ব্যবহার হয়েছে; যার গত নয় বছরে তেল বাবদ খরচ ৩৫ লাখ টাকার বেশি ও চালকের বেতন ৩৭ লাখ টাকা ব্যয় করেছে পিডিবি। সরকারের কোটি টাকার লোকসান হওয়ায় এটি বড় দুর্নীতির অংশ বলেও জানান দুদক মহাপরিচালক। পিডিবির নকশা ও পরিদর্শন পরিদপ্তরের স্টেনো টাইপিস্ট আলাউদ্দিন মিয়া ২০১৭ সালেই অবসরে যান।

Exit mobile version