Site icon Jamuna Television

ঘরের পাশের আম গাছ থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর
মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গাজীরচর গ্রাম থেকে আজ সোমবার বিকেলে রাবেয়া (৮) নামের প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। পরিবারের সদস্যরা দাবি করেছে স্কুলছাত্রীকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হযেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গাজীরচর গ্রামের বাবুল মিয়ার ছোট মেয়ে রাবেয়া সোমবার মায়ের সাথে বাড়িতে ছিল। সকালে রাবেয়াকে বাড়ি রেখে অন্যত্র চলে যায় ওর মা। দুপুরে বাড়ি এসে দেখে ঘরের পাশে আম গাছের সাথে রাবেয়ার ঝুলন্ত লাশ। পরে তার আত্মচিৎকারের আশপাশের লোকজন এসে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। রাবেয়া কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল হাসান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

Exit mobile version