Site icon Jamuna Television

রনক জামানের ‘অগ্রন্থিত ওহী’

তিউড়ি প্রকাশন থেকে কবি ও অনুবাদক রনক জামানের কবিতাগ্রন্থ ‘অগ্রন্থিত ওহী’ প্রকাশিত হয়েছে। বইটি গ্রন্থমেলায় ৫৮৯ নং স্টলে পাওয়া যাবে। ৪৮ পৃষ্ঠার এই কবিতার বইয়ের মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা।

অগ্রন্থিত ওহী কবি রনক জামানের দ্বিতীয় কবিতাগ্রন্থ। তিনি বলেন, “কবিতার ব্যাপারে আমি সিরিয়াস। তাই নিজের সেরাটা উপস্থাপনেরই চেষ্টা ছিল। বাকিটা পাঠক বলবেন। তাই পাঠকের কাছে পৌঁছানোটা জরুরি। আরো জরুরী যোগ্য হাতে পৌঁছানো।”

২০১৬ সালে অনুপ্রাণন প্রকাশনী থেকে রনক জামানের প্রথম কবিতাগ্রন্থ  ‘ঘামগুলো সব শিশিরফোঁটা’ প্রকাশিত হয়। রনক জামানের জন্ম ১৬ ডিসেম্বর, ১৯৯১, মানিকগঞ্জ জেলার সিংগাইড় উপজেলায়।

Exit mobile version