Site icon Jamuna Television

দলীয় মনোনয়ন নিয়ে বাড়ি ফেরার পথে হার্ট অ্যাটাকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়া ব্যুরো
দু’দিন আগেই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন পেয়েছিলেন বগুড়ার আওয়ামী লীগ নেতা এএইচ আযম খান। সেই মনোনয়ন নিয়ে বাড়ি ফেরার পথে মারা গেলেন তিনি। দলীয় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে ফিরে রিকশাযোগে বাড়ি যাবার পথে মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজম খান।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পান আজম খান। দলের মনোনয়ন নিশ্চিত হবার পর সোমবার রাতে ট্রেনযোগে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি। মঙ্গলবার সকালে বগুড়া রেলস্টেশনে ট্রেন থেকে নেমে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন আযম খান। স্টেশন থেকে সাতমাথা এলাকার কাছাকাছি আসার পর হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে রিকশা থেকে পড়ে যান তিনি। পথচারীরা তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এই আওয়ামী লীগ নেতাকে।

Exit mobile version