Site icon Jamuna Television

ছেলেকে বিমানবন্দর থেকে আনা হলো না বাবা-মায়ের

সন্তান আসছে বিদেশ থেকে। তাকে বিমানবন্দরে নিতে যাবার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা-বাবা। নিহত হয়েছেন গাড়ির চালকও। আহত হয়েছেন দুই জন। চট্টগ্রামের মীরসরাইয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে নিজামপুরে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর কাভার্ডভ্যানটি মাইক্রোকে ছেঁচড়ে নিয়ে যায় বেশকিছু দূর। এসময় আগুন ধরে যায় মাইক্রোবাসটিতে। বের হতে না পেরে ঘটনাস্থলেই আগুনে দগ্ধ হয়ে মারা যান গাড়িতে থাকা স্বামী-স্ত্রী ও চালক। আহত হয় দুই শিশু। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে তিন জনের লাশ উদ্ধার করে। আহত দুই শিশুকে ভর্তি করা হয় হাসপাতালে। নিহতরা কুমিল্লা থেকে চট্টগ্রাম যাচ্ছিল বলে জানা গেছে।

মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল হোসেন জানান, সকালে মাইক্রোবাসটি মিরসরাই থেকে চট্টগ্রামে যাচ্ছিল। পথে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একই দিকে আসা একটি কাভার্ডভ্যান পেছন থেকে সজোরে ওই মাইক্রোবাসটিতে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়, এবং দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

Exit mobile version