Site icon Jamuna Television

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

সুস্থ-সচল ও আধুনিক ঢাকা নগরী গড়ে তোলার প্রত্যয় নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন নৌকার প্রার্থী আতিকুল ইসলাম। সকালে রাজধানীর হোটেল লেকশোরে সিটি করপোরেশনে নির্বাচনি ইশতেহারে এমনটাই উল্লেখ করেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, নির্বাচনে জয়ী হলে সাধ্যের সবটুকু ঢেলে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মেয়র হিসেবে জনগণের কাছে জবাবদিহি করতে আমি এবং সেই সাথে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও বাধ্য থাকবে।

মেয়র পদে নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটির জনগণের জন্য সকল নাগরিক সুবিধা নিশ্চিত করারও অঙ্গীকার করেন তিনি।

Exit mobile version