Site icon Jamuna Television

স্কুলছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে যুবককে তিন মাসের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের পূর্ব ধীরাশ্রম এলাকায় ইভটিজিং এর দায়ে শরীফ নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শরীফ পূর্ব ধীরাশ্রম এলাকার হাবিবুর রহমানের ছেলে।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান এই দণ্ড প্রদান করেন। শরীফ পূর্ব ধীরাশ্রম এলাকার জি কে উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো।

এ বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আজ সকাল সাড়ে ১১ টার দিকে উপস্থিত হন। অন্যান্য দিনের ন্যায় আজও শরীফ ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ সময় স্থানীয় জনতা হাতেনাতে ধরে শরীফ কে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এবং তার অভিভাবক এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত উক্ত দণ্ড প্রদান করেন।

পরে সদর থানা পুলিশের সহায়তায় তাকে জেলহাজতে পাঠানো হয়।

Exit mobile version