Site icon Jamuna Television

চবির ভর্তি পরীক্ষায় ফের জালিয়াতি, আরেক ছাত্রলীগ নেতা আটক

দুই দিনের ব্যবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবারও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। একই অভিযোগে আজ রোববার ছাত্রলীগের এক নেতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির প্রমাণ পাওয়ায় তাদেরকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ বলছে, জালিয়াতির বিষয়টি আরও খতিয়ে দেখতে আপাতত আটকদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হচ্ছে।

এর আগে গত শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়ও জালিয়াতির অভিযোগ ওঠে। তখন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ সৌরভকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে ইতোমধ্যে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Exit mobile version