Site icon Jamuna Television

আইনি লড়াইয়ে খালেদা জিয়ার মুক্তি মিলবে না: জয়নুল আবদিন ফারুক

আইনি লড়াইয়ে খালেদা জিয়ার মুক্তি মিলবে না, বরং দলকে শক্তিশালী করে রাজপথের আন্দোলনের মাধ্যমেই তার মুক্তি সম্ভব। এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

সকালে জাতীয় প্রেসক্লাবে ‘মানুষ বাচাঁও দেশ বাচাঁও’ আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা দাবি করেন, রাতের আঁধারে ভোট কারচুপি করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। এই ভোট কারচুপির জন্য আলাদা কমিশন গঠন করে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। সারা দেশে আটক নেতাকর্মীদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বানও জানান জয়নুল আবদিন ফারুক।

Exit mobile version