Site icon Jamuna Television

চোরাকারবারিদের সাথে বিজিবির সংঘর্ষ, গুলিতে নিহত ৩

চোরাকারবারিদের সাথে সংঘর্ষে বিজিবির (সীমান্ত রক্ষী বাহিনী) সাথে সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে ৩ জন নিহত হয়েছে। আহত অন্তত ১৬।

নিহতরা হলেন-সাদেক, নবাব ও জয়নুল। স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে নবাব ও জয়নুল ছাত্র। নবাব অনার্সে পড়ে, আর জয়নুল দ্বিতীয় শ্রেণীতে পড়ে। অপরজন সাদেক স্থানীয় কৃষক।

বিজিবির ৫০ ব্যাটালিয়ন কমান্ডার জানান, চোরাচালানের তথ্য পেয়ে সকালে হরিপুর উপজেলার সীমান্তবর্তী বহরমপুর গ্রামে যায় টহল দল। তল্লাশি চালানো হয় কয়েকটি বাড়িতে। এসময় চোরাচালানে বেশকিছু গরু পাওয়া যায় বাড়িগুলোয়। বিবিজি সদস্যরা ওইসব গরু জব্দ করার প্রক্রিয়া শুরু করে।

গ্রামবাসীর অভিযোগ, এক সপ্তাহ আগে ওই গরুগুলো বিজিবি সদস্যরা নিয়ে যায়। পরে তা ছেড়ে দেয়া হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিজিবি সদস্যদের উপর হামলা চালায় চোরাকারবারিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় বিজিবি। এতে ঘটনাস্থলে ২জন নিহত হয়। হাসপাতালে আহতদের নেয়া হলে সেখানে মারা যায় একজন।

Exit mobile version