Site icon Jamuna Television

টপ অর্ডারের ব্যর্থতার পর লড়াকু পুঁজির চেষ্টায় বাংলাদেশ

টপ অর্ডারের ব্যর্থতার পরও, ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের লড়াই করার মতো পুঁজি গড়ার চেষ্টা করছে বাংলাদেশ। নেপিয়ারে শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ১৮১ রান।

নেপিয়ারে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ট্রেন্ট বোল্ট আর ম্যাট হেনরির তোপের মুখে পড়ে বাংলাদেশ। দলীয় ১৯ রানেই সাজঘরে ২ ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস। প্রতিরোধ গড়তে পরেননি মুশফিকুর রহিমও। ইতিবাচক ক্রিকেটে ২২ বলে ৩০ রান করে বিদায় নেন সৌম্য। ৪২ রানে ৪ টপ ওর্ডারকে হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। ১৩ রানে ফেরেন রিভিউয়ে জীবন পাওয়া মাহমুদ উল্লাহ। আর ঠিক ১৩ রান করে সাব্বির যখন আউট হন বাংলাদেশের স্কোর তখন ৯৪। দারুন সম্ভাবনা জাগিয়েও ২৬’র বেশি করতে পারেননি মেহেদি হাসান মিরাজ। স্রোতের বিপরীতে অষ্টম উইকেটে সাইফুদ্দিনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন মোহাম্মদ মিঠুন। তুলে নেন ক্যারিয়ারে তৃতীয় ফিফটি। এখন পর্যন্ত ব্লাক ক্যাপদের মাটিতে খেলা ১০ ওয়ানডের কোনটিতে জেতেনি বাংলাদেশ।

Exit mobile version