Site icon Jamuna Television

দীর্ঘদিন পর মধুর ক্যান্টিনে ছাত্রদল

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকীর নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দকে দীর্ঘদিন পর মধুর ক্যান্টিনে দেখা গেছে। আজ সকাল সাড়ে দশটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা মধুর ক্যান্টিনে আসেন। ঢাকসু নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ছাত্রদলের।

এদিকে ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্রনেতারাও মধুর ক্যান্টিনে উপস্থিত রয়েছে। ছাত্রদল নেতাদের সাথে কুশল বিনিময়ও হয় তাদের।

সকালে ছাত্রদলের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে গেলে ছাত্রদল ও ছাত্রলীগের পক্ষ থেকে বিচ্ছিন্ন স্লোগান দিতে দেখা যায়। গত বৃহস্পতিবার উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়ে ভোট ৩ মাস পেছানো, ক্যাম্পাসে সহাবস্থানসহ সাত দফা দাবি জানিয়েছে ছাত্রদল। তবে তাদের সেই দাবির একটিও বাস্তবায়ন হয়নি বলে জানান ছাত্রদলের নেতাকর্মীর। ২৮ বছর পর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের জন্য ১১ মার্চ দিন ধার্য আছে।

Exit mobile version