Site icon Jamuna Television

সংলাপে না এসে হীনমন্যতার পরিচয় দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

নির্বাচনের পর প্রধানমন্ত্রীর দেয়া সংলাপের আহ্বানে না এসে হীনমন্যতার পরিচয় দিয়েছে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট বলে মন্তব্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে শের-ই-বাংলা নগরে বিশ্ব বেতার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশে শান্তির জন্যই সংলাপ চেয়েছিলেন বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা সংলাপে না আসা দুঃখজনক। তিনি বলেন, এই ধরণের আচরণ দেশে শান্তি প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা। রাজনৈতিক দলগুলোকে হীনমন্যতার রাজনীতি পরিত্যাগের আহ্বান জানান তিনি। তিনি বলেন, গণমানুষের কাছে অন্য যে কোন গণমাধ্যমের চেয়ে দ্রুত বার্তা পৌছে দেয় বেতার, যা অভাবনীয়।

Exit mobile version