Site icon Jamuna Television

আজ রাতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ রাতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর জার্মানি সফরের রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করবে বাংলাদেশ। সফরের সময় দ্বিপাক্ষিক বৈঠক জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের সাথে। যোগ দেবেন মিউনিখ সিকিউরিটি সম্মেলনে। এছাড়া জার্মানি থেকে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন প্রধানমন্ত্রী। সেখানে এলএনজি টার্মিনাল ও বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল নির্মাণে আবুধাবির সাথে সমঝোতা স্মারক সই হবে।

Exit mobile version