Site icon Jamuna Television

ডাকসু নির্বাচন পিছিয়ে নতুন তফসিলের দাবি ছাত্রদলের

ডাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এজন্য নতুন করে তফসিল দেয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি।

সকাল ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে যান। প্রায় ১০ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গিয়ে ছাত্রলীগ ও প্রগতিশীল জোটের ছাত্রনেতাদের সাথে কুশল বিনিময় করেন তারা। এসময় ছাত্রদল ও ছাত্রলীগের পক্ষ থেকে বিচ্ছিন্ন শ্লোগান দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি ভোটের তারিখ পিছিয়ে দিয়ে পুনরায় ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ বজায় থাকবে বলে আশা করেন তিনি। পরে ছাত্রলীগও ব্রিফিং করে। সেখানে ছাত্রদলকে ক্যাম্পাসে স্বাগত জানিয়ে আশা করা হয়, ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতির পরিবেশ বজায় থাকবে।

Exit mobile version