Site icon Jamuna Television

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর আসামির বিরুদ্ধে চার্জশিট

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর সিলেটে বাহিনী প্রধান শামিমসহ ২২ আসামির বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সকালে আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান। নতুন দেয়া এই অভিযোগপত্রে যোগ হয়েছে গত ৫ বছর ধরে ধ্বংসলীলার নানা জব্দকৃত আলামত। সেই সাথে যুক্ত হয়েছে আসামিদের পূর্ব অপরাধের তথ্য। এর আগে দাখিল করা অভিযোগপত্রে এসব তথ্য না থাকায় গত ২৮ জানুয়ারি সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। এর ১৫ দিন পর আদালতে সম্পূরক অভিযোগপত্র দেয়া হলো। সম্পূরক অভিযোগের মাধ্যমে ভোলাগঞ্জ ও শাহ আরেফিন টিলায় সন্ত্রাসী সিন্ডিকেটের পরিবেশ নষ্ট কোরে পাথ উত্তোলনের বিষয়টি আরও সুস্পষ্ট হলো বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

Exit mobile version