Site icon Jamuna Television

শুধু মেধাবীদের দিয়ে দেশ পরিবর্তন হয় না: তথ্যমন্ত্রী

শুধু মেধাবীদের দিয়ে দেশ পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, মেধার সঙ্গে যদি মূল্যবোধ ও দেশাত্মবোধের সমন্বয় না ঘটে তবে তাদের দিয়ে কিছুই হয় না।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবস ও শ্রোতা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশ আজ বদলে গেছে। আর এ বদলে যাওয়ার অভিযাত্রায় বাংলাদেশকে আরো নতুন উচ্চতায় নিয়ে যেতে একটি উন্নত জাতি প্রয়োজন।

মন্ত্রী বলেন, বেতার এখনও গণমানুষের কাছে অন্য যেকোনো গণমাধ্যমের চেয়ে দ্রুত বার্তা পৌঁছে দেয়। আর একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় বেতারের ভূমিকা অনন্য।

তাই বাংলাদেশ বেতারের মানসম্মত অনুষ্ঠান প্রচারের আহ্বান জানান মন্ত্রী।

Exit mobile version