Site icon Jamuna Television

নেত্রকোনায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

???????????????????????

নিজস্ব প্রতিবেদক,নেত্রকোনা:

নেত্রকোনায় পানিতে ডুবে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেলে পৌরসভার পুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, পুকুরিয়া গ্রামের কবির হোসেনের দুই শিশু কন্যা লাবণ্য আক্তার (৭) ও সুবর্ণ আক্তার (৩)। নিহত লাবণ্য আক্তার মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফখরুজ্জামান জুয়েল নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানান, নেত্রকোণা পৌরসভার পুকুরিয়া গ্রামের কবির হোসেনের বাড়ির পাশে মাটি কাটার পর এখানে পুকুরের ন্যায় গর্ত তৈরি হয়। পরে এটা পানিতে ভরে যায়। বুধবার দুপুরে দুই শিশু কন্যা লাবণ্য ও সুবর্না ওই পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Exit mobile version