Site icon Jamuna Television

আজ বিশ্ব ভালোবাসা দিবস

আজ বিশ্ব ভালোবাসা দিবস। সবকিছু ছাপিয়ে দিনটি উৎসবে পরিণত হয়েছে। দিনটি ঘিরে বিশেষ করে তরুণ-তরুণীরা নানা আয়োজনে ব্যস্ত। বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার পরিজন নিয়ে যাবেন কেউ কেউ। তবে সবাই এই দিনটিকে নিজের মত করে পালনের চেষ্টা করবেন।

অনেকের মত আলাদা করে ভালোবাসা দিবস পালনের কোনো প্রয়োজন নেই। ২৬৯ সালে ইতালির রোমে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেদিন ছিলো ১৪ ফেব্রুয়ারি। পরে এই দিনটিকেই ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়।

Exit mobile version