Site icon Jamuna Television

পলাতক আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত মাইন উদ্দিন মানু ডাকাত দলের সদস্য। ভোরে দুই দল ডাকাতের গোলাগুলির খবরে কমলনগর উপজেলার চরকাদিরা এলাকার যায় পুলিশ। এসময় মতলব মাঝির পরিত্যাক্ত বাড়ি থেকে মানুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। মানু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৬টি মামলা রয়েছে বলে জানান কমলনগর থানার ওসি।

Exit mobile version