Site icon Jamuna Television

বিশ্বে বেকারের সংখ্যা ১৭ কোটি ২০ লাখ

বিশ্বজুড়ে গেলো বছর বেকার ছিলেন ১৭ কোটি ২০ লাখ মানুষ। বুধবার, বার্ষিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে আন্তর্জাতিক শ্রম সংস্থা- ILO।

সংস্থাটির ‘ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক- ২০১৯’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ৩৬ কোটি মানুষই পারিবারিক ব্যবসার সাথে জড়িত ছিলেন। সুতরাং, জাতীয় বা আন্তর্জাতিক কর্মসংস্থান তালিকায় নেই তাদের নামও। এছাড়া, ১১০ কোটি মানুষ স্বনির্ভর ব্যবসা, ক্ষুদ্র উদ্যেক্তা হিসেবে কাজ করছেন। তারাও নেই আন্তর্জাতিক শ্রম সংস্থার কর্মঠ ব্যক্তির তালিকায়।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের উন্নয়নশীল খাত- কলকারখানায় আন্তর্জাতিক বিধিমালার বাইরে যেয়ে সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি সময় কাজ করেন লাখ লাখ শ্রমিক। সে অনুযায়ী, তারা পান না বাড়তি বেতনভাতা বা অতিরিক্ত সুযোগ-সুবিধা।

Exit mobile version