Site icon Jamuna Television

কোনো রাজনৈতিক দলের জন্য বিশেষ দুর্বলতা নেই: সিইসি

সব প্রার্থীকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখে নির্বাচন কমিশন। কোনো রাজনৈতিক দলের জন্য নেই বিশেষ দুর্বলতা। এমন দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সকালে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে নিয়োগকৃত রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের উদ্দেশে দেয়া বক্তব্যে এসব বলেন তিনি। এসময় রিটার্নিং অফিসারদেকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দেন তিনি। সিইসি বলেন, নির্বাচনী পরিবেশ যেন প্রভাবিত না হয়। ভোটাররা যেন সুষ্ঠু পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটি নিশ্চিতেরও তাগিদ দেন সিইসি।

Exit mobile version