Site icon Jamuna Television

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত

রাজধানী শেওড়ায় ট্রেনে কাটা পড়ে পঞ্চাশোর্ধ দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম আরাফাত বলে জানিয়েছে পুলিশ। আরেকজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে একজন ট্রেনে কাটা পড়ে মারা গেছেন এমন খবর পেয়ে তারা ঘটনা স্থলে পৌঁছানোর আগেই আবার একটি দুর্ঘটনায় আরও একজন কাটা পরেন। আরাফাত মোবাইলে কথা বলতে বলতে ট্রেন লাইন পার হচ্ছিলেন বলে জানায় স্থানীয়রা। এসময় কমলাপুল থেকে ছেড়ে আসা মহুয়া ট্রেনে কাটা পড়েন তিনি। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে। রাজধানীর বিশ্বরোড থেকে শেওড়া পর্যন্ত রেল লাইনের অংশটি অনেক ঝুঁকিপূর্ণ। প্রতিবছর এখানে ট্রেনে কাটা পড়ে অনেক লোক নিহত হন।

Exit mobile version