Site icon Jamuna Television

মায়েদের পা ধুয়ে বিশ্ব ভালবাসা দিবস পালন 

শামীম আল মামুন, টাঙ্গাইল

টাঙ্গাইলে ভিন্ন আঙ্গিকে পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস। সবাই মায়েদের পা ধুয়ে এই দিবস উদযাপন করে।  মায়েদের সম্মানে আয়োজন করা হয় এ অনুষ্ঠানটি।
আজ সকালে স্থানীয় একটি স্কুলের উদ্যোগে এসপি পার্ককে শতাধিক মায়ের পা ধুয়ে দেন তাদের সন্তানেরা। পরে মায়ের জন্য ভালবাসা স্লোগান দিয়ে শিশুরা তাদের গলায় মেডেল পরিয়ে দেন।

হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভীর সঞ্চালনা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা, লায়লা খানম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।

Exit mobile version