Site icon Jamuna Television

টিএসসি কেন্দ্রিক ২২টি সংগঠনের সাথে জোট করলো ছাত্রলীগ

ডাকসু নির্বাচন: ছাত্রলীগে প্রার্থিতা পেতে দৌড়ঝাঁপ।

টিএসসি কেন্দ্রিক ২২টি সংগঠনের সাথে জোট করেছে ছাত্রলীগ। সম্মিলিত শিক্ষার্থী সংসদের ব্যানারে ডাকসু নির্বাচনে প্যানেল দেবে ছাত্রলীগ। এমনটি জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন।

অন্যদিকে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান আবারও ভোটকেন্দ্র হলের বাইরে নেয়া এবং ভোটের তারিখ পেছানোর দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ ও ছাত্রদল। ছাত্রদল তাদের ৭ দফা দাবি পুনর্ব্যক্ত করেন। সংগঠনটির সভাপতি রাজীব আহসান বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ছাত্রদলের প্রতিটি দাবিই মানতে হবে।

অন্যদিকে ছাত্রলীগ সভাপতি দাবি করেন, নির্ধারিত তারিখে ভোট নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের কোনো দ্বিমত নেই। এছাড়া হলের বাইরে ভোট কেন্দ্র করতে সাধারণ শিক্ষার্থীদের মত নেই বলেও দাবি করেন রেজোয়ানুল হক চৌধুরী শোভন।

এদিকে আবাসিক হলের বাইরে ভোটকেন্দ্র করার দাবিতে ভিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে প্রগতিশীল ছাত্রজোট। ২৮ বছর পর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের জন্য ১১ মার্চ দিন ধার্য্য করা হয়েছে।

Exit mobile version