গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সরকারি কলেজে ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগার দিকে গাইবান্ধা সরকারি কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্রফ্রন্টের নেতারা শিক্ষার বানিজ্যিকীকরণ, ব্যবসায়ীকরণ বন্ধের দাবি এবং সন্ত্রাস দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবি জানায়।
তারা বলেন, ছাত্র আন্দোলনের ইতিহাস ভুলিয়ে দিতে ভ্যালেন্টাইন ডে পালনের নামে অপসংস্কৃতির প্রচলন করা হয়েছে। এ সময় তারা এসব অপসংস্কৃতি থেকে শিক্ষার্থীদের বের হয়ে আসার আহ্বান জানান।

