Site icon Jamuna Television

ফেসবুকে ওবায়দুল কাদেরকে ভালোবাসা জানালেন ভক্তরা

চলছে ভালোবাসা দিবস উদযাপন। তরুণ-তরুণীরা জড়ো হয়েছেন টিএসসিতে। কেউ কেউ বাইরে বের না হলেও সরব আছেন সামাজিক মাধ্যমে। চলছে ভালোবাসার আদান প্রদান।

আজকের দিনটিতে মাঠের উৎসবমূখরতা মূলত তরুণদের নিয়ে হলেও ভালোবাসা তো আর বয়সের বাধায় আবদ্ধ নয়। তাই বয়স্করাও প্রিয় মানুষদের ভালোবাসা জানাতে পিছিয়ে নেই। কাজের ফাকে যে যার মতো আশপাশের মানুষদেরকে জানাচ্ছেন ভালোবাসার বার্তাা।

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এর ব্যতিক্রম নন। বৃহস্পতিবার সকালেই ভক্তদের উদ্দেশে জানিয়েছেন নিজের ভালোবাসা। ফেসবুক ওয়ালে সকালে নিজের অফিসের কর্মব্যস্ততার কয়েকটি ছবি পোস্ট করে মন্ত্রী লিখেছেন ‘Happy Valentines Day 14.02-019’!

চার ঘণ্টা সময়ের মধ্যে কাদেরের পোস্টে রিয়েকশন দিয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। এর মধ্যে ‘ভালোবাসা’ জানিয়েছেন আড়াই হাজারের বেশি জন। আরও আড়াই হাজার ব্যক্তি পোস্টটি শেয়ার করেছেন। মন্তব্য করে প্রিয় মানুষটির জন্য ভালোবাসা জানিয়েছেন আরও অনেকে।

ইমি নামে ওবায়দুল কাদেরে একজন ভক্ত লিখেছেন, ‘আমার ভালোবাসা প্রিয় স্যার! ?’ এরকম আরও অনেকেই জানিয়েছেন ‘ভালোবাসা দিবস’ এর বার্তা।

Exit mobile version