Site icon Jamuna Television

৪ ঘণ্টার চেষ্টায় সোহরাওয়ার্দী মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে, ১২শ রোগীকে অন্যত্র স্থানান্তর

প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বিকেল সাড়ে ৫টার দিকে লাগা আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। তবে কোথা থেকে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। এরইমধ্যে হাসপাতালে ভর্তি ১২শতাধিক রোগীকে অন্যান্য মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস ও উপস্থিত জনতার সম্মিলিত চেষ্টায় দ্রুততার সাথে মেডিকেলের ভেতরে থাকা সবাইকে বের করে আনা সম্ভব হয়। ফলে, কেউ হতাহত হননি। বের করে এনে রোগীদের অনেককে রাখা হয় পাশের মাঠে। কাউকে স্থানান্তর করা হয় অন্যান্য হাসপাতালে।

ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা, দ্বিতীয় তলার মেডিকেল স্টোর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Exit mobile version