Site icon Jamuna Television

টঙ্গীতে টেক্সটাইল মিলের সুতার গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুরে টঙ্গীর বাদাম এলাকায় এনন টেক্স নামক একটি টেক্সটাইল মিলের সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

তবে এই ঘটনায় কাউকে আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাত ৮টায় কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় ভিতরে শ্রমিক থাকার সম্ভাবনা একেবারেই কম। পুরো কারখানাটি দাউদাউ আগুনে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং কতক্ষণে নিয়ন্ত্রণ হবে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনা কঠিন হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Exit mobile version