Site icon Jamuna Television

৪ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে ৪ দিরব্যাপী বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর থেকে আম বয়ান শুরু করেন পাকিস্থানের মাওলানা জিয়াউল হক।

ইতোমধ্যেই ইজতেমা ময়দানে লাখো মুসুল্লিরা এসে অবস্থান নিয়েছেন। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান। মুসুল্লিদের পদচারণায় ইজতেমা ময়দান ও তার আশপাশ এখন মুখরিত। ময়দানের ভিতরে চলছে বয়ান জিকির তালিম আর মাশোআরা। মুসুল্লিদের নিরাপত্তায় নেয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা।

ইতোমধ্যে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানগন উপস্থিত হয়েছেন। তাবলীগ জামায়েতের তারিখ পরিবর্তন ও ভিসা জটিলতায় এবার অনেকে দেশের বিদেশী মেহমানরাই এই ইজতেমায় যোগ দিতে পারেননি বলে জানিয়েছেন ইজতেমার শীর্ষ মুরুব্বীরা ।

 

Exit mobile version