Site icon Jamuna Television

হাওরের ফসল রক্ষাবাঁধের কাজের মান নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষাবাঁধের কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সকালে তাহিরপুরের মাতিয়ান হাওর পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি বলেন, বাঁধের কাজ আশানুরুপ হয়নি। দায়িত্বরত প্রকৌশলীদের সচেতন থাকার তাগিদ দেন প্রতিমন্ত্রী। সঠিকভাবে কাজ শেষ না করা পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন কমিটি-পিআইসিকে টাকা না দেয়ার নির্দেশও দেন তিনি। হাওর পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version