কবি আল মাহমুদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
আজ শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
গত ৯ ফেব্রুয়ারি রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কবিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরআগে নিউমোনিয়াসহ বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের জন্য কবির মরদেহ শনিবার সকাল এগারোটায় নেয়া হবে শহীদ মিনারে। বাদ যোহর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে প্রথম জানাজা এমনটাই জানিয়েছে কবির পরিবার। তবে এ সিদ্ধান্তই চুড়ান্ত নয় বলেও জানিয়েছেন তারা।

