Site icon Jamuna Television

জুবায়ের পন্থীদের ইজতেমার আখেরি মোনাজাত আজ

আজ সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে তাবলিগ জামাতের সাদ বিরোধী অংশের ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের তাবলিগ জামাতের শুরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ। অন্যদিকে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা শুরু হবে ১৭ ফেব্রুয়ারি।

ইতিমধ্যে আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। এছাড়াও টঙ্গী ও রাজধানীর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আখেরি মোনাজাতের অংশ নিতে জড়ো হচ্ছেন হাজারো মুসাল্লি।

আয়োজন সুষ্ঠুভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আজ রাত ১২টার মধ্যে জুবায়েরপন্থিরা ইজতেমা স্থল ত্যাগ করবেন।

এর আগে গতকাল সকালে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মাওলানা যুবায়ের পন্থীদের বিশ্ব ইজতেমা। রোববার বাদ ফজর শুরু হবে সাদ পন্থীদের ইজতেমা। সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চারদিনের জমায়েত।

Exit mobile version