Site icon Jamuna Television

আত্মসমর্পণ করছেন বদির ভাইসহ ১০২ ইয়াবা ব্যবসায়ী

কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীরা আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন। সকাল ১০টার পর টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ আত্মসমর্পণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এসময় ৩০ গডফাদার ও ৭২ ইয়াবা ব্যবসায়ী আনুষ্ঠানিক আত্মসমর্পণ করবেন।

জানা গেছে, পুলিশ ও সরকারের তরফে ৭টি শর্ত দেয়া হয়েছে তাদের। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও আইজিপি ড. জাবেদ পাটোয়ারী উপস্থিত থাকবেন। এরইমধ্যে সাবেক এমপি বদির ৩ ভাই, ভাগিনা, ফুফাতো ভাইসহ ৭ জন আত্মসমর্পণের জন্য সেফহোমে রয়েছেন। এ ছাড়া শতাধিক ইয়াবা ব্যবসায়ী কক্সবাজারের সেফহোমে আছেন। তাদেরকে কক্সবাজার পুলিশের তত্ত্বাবধানে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হচ্ছে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Exit mobile version