Site icon Jamuna Television

পাবনায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মরত এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। নিহত জেলেস্কি ভাটজিম বিদ্যুৎ প্রকল্পের ট্রেট রোশিম নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্রিন সিটির ৩ নম্বর ভবনের ১৪ তলার ফ্ল্যাটে থাকতেন জেলেস্কি। সকালে বাথরুমের ফলস ছাদে থাকা গিজার দিয়ে পানি পড়ছিল মেঝেতে। তা বন্ধ করতে নিজেই চেষ্টা করেন। এ সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলেস্কি মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী তার ফ্ল্যাট থেকে জেলেস্কিকে উদ্ধার করে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version