Site icon Jamuna Television

জামায়াত ক্ষমা চাইলেও মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ হবে না: কাদের

জামায়াত ক্ষমা চাইলেও মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, দল বিলুপ্ত হওয়ার ভয়ে জামায়াত ক্ষমা চাইতেও পারে। তবে এটি এখনও গুজব বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা প্রলাপ বকছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। সরকারি চাকুরিতে বয়সসীমা সংক্রান্ত কোন বক্তব্য দেননি জানিয়ে ওবায়দুল কাদের জানান, গণমাধ্যমে যে বক্তব্য এসেছে তা সঠিক নয়।

Exit mobile version