Site icon Jamuna Television

আগামীকাল থেকে বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু

আগামীকাল থেকে শুরু হচ্ছে বেসরকারি হজ্বযাত্রীদের নিবন্ধন। একই সঙ্গে আগামী ২০ মার্চের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ টাকা এজেন্সিকে পরিশোধ করতে হবে। আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করে হজ্ব এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-হাব এসব তথ্য জানায়।

এবার বেসরকারি ব্যবস্থাপনায় কোরবানি বাদে প্যাকেজের সর্বনিম্ন মূল্য ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। কোরবানির জন্য দিতে হবে ১১ হাজার ৮১২ টাকা। যারা আগে হজ্ব করেছেন তাদের অতিরিক্ত ৪৭ হাজার ২৫০ টাকা দিতে হবে। হজের নিবন্ধনের সময় ১ লাখ ৪২ হাজার ৬৪৬ টাকা জমা দিতে হবে। বিড়ম্বনা এড়াতে এবার হজ্ব যাত্রীদের পুলিশ ক্লিয়ারেন্সের বিষয় বাতিল করা হয়েছে বলে জানায় হাব।

Exit mobile version