Site icon Jamuna Television

গ্রামের বাড়িতে দাফন করা হবে কবি আল মাহমুদকে

বাংলা একাডেমিতে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে লেখক, সাহিত্যিক ও সর্বস্তরের মানুষ। আজ সকাল ১১টার দিকে আল মাহমুদের মরদেহ বাংলা একাডেমিতে নেয়া হয়।সেখানে লেখক ও কবি সাহিত্যিকরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

একই সাথে সাধারণ মানুষও প্রিয় কবিকে একবার দেখার জন্য ভিড় করেন। শেষবারের মত কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর আল মাহমুদের মরদেহ নেয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানেও কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠিত হয় প্রথম জানাজা।

পরে সেখান থেকে কবির মরদেহ নেয়া হয় বায়তুল মোকারর জাতীয় মসজিদে। জোহর নামাজের পর সেখানে দ্বিতীয় দফা জানাজা হয়। ব্রাক্ষণবাড়িয়ার গ্রামের বাড়িতে সমাহিত করা হবে হবে কবি আল মাহমুদকে।

Exit mobile version