কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় ৪৪ জন ভারতীয় সেনা নিহত হওয়ার দুদিনের মাথায় ফের নিহত হলেন এক সেনা কর্মকর্তা। আইইডি বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে জম্মু কাশ্মীরের রাজৌরিতে প্রাণ হারান সেনাবাহিনীর মেজর র্যাংকের এই কর্মকর্তা।
রাজৌরি সেক্টরের নওসেরাতে আইইডি আছে খবর পেয়ে তল্লাশি চালাতে যান তিনি । সে সময় তার মৃত্যু হয়। তবে কারা বোমাটি ফেলে রেখেছিলো তা নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, ঘটনাস্থল থেকে সীমান্তের দূরত্ব দেড় কিলোমিটারেরও কম। মাত্র দু’দিন আগেই প্রাণ হারান ৪৪ জন সেনা জওয়ান।
সাম্প্রতিক সময়ে ভারত অধিকৃত কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ভয়াবহভাবে বেড়ে গেছে।

