Site icon Jamuna Television

ভারতে গরুর সাথে ধাক্কা খেয়ে ভেঙে গেল হাইস্পিড ট্রেন!

গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেছিলেন ভারতের সবেচেয়ে দ্রুতগামী ট্রেইন ‘বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু উদ্বোধনের প্রথম দিনই একটি গরুর সাথে ধাক্কা খেয়ে ভেঙে গেল একটি বগির একাংশ।

বিকল হয়ে কয়েক ঘণ্টা পড়ে থাকার পর আবার নতুন করে যাত্রা শুরু করতে সক্ষম হয় নতুন এই ট্রেনটি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর প্রদেশের বাহরাইন অঞ্চলে এ ঘটনা ঘটে। ট্রেনটি উদ্বোধনের পর নয়া দিল্লী থেকে বারানসী গিয়ে আবার দিল্লীতেই ফিরছিলো।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় ট্রেন পৌঁছার পর একটি গরু দৌড় দিয়ে রেললাইনে উঠে যায়। এবং এতে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। সাথে সাথে ইঞ্জিন জ্যাম হয়ে ট্রেন থেমে গেলে চারটি বগিতে বৈদ্যুতিক সংযোগও চলে যায়।

প্রচণ্ড ঝাঁকুনিতে যাত্রী হিসেবে থাকা সাংবাদিকদের অনেকে আহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি উদ্বোধনী যাত্রা হওয়ার কারণে সাধারণ যাত্রীরা এতে ছিলেন না।

Exit mobile version