Site icon Jamuna Television

কুকুর আতঙ্কে ঝিনাইদহবাসী

ঝিনাইদহ প্রতিনিধি:

কুকুর আতঙ্কে দিনপার করছে ঝিনাইদহ জেলার বিভিন্ন বয়সের মানুষ। কোন অবস্থাতেই থামছে না এই আতঙ্ক। প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এই ধরনের রোগী আসছে।

এই ব্যাপারে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আয়ুব আলী জানান “গত মাসে আমাদের তথ্য অনুযায়ী ঝিনাইদহ সদর হাসপাতালে প্রায় ৩০৭ জনকে সরকারি ভাবে ভ্যাক্সিন দেয়া হয়েছে এবং গত সপ্তাহে আমরা আরও ৭৮ জনকে সরকারি ভ্যাক্সিন দিয়েছি। এই ধরনের জলাতঙ্কের শিকার হচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। অধিকাংশ সময় বিকালে এই ধরনের রোগী বেশি আসে। গ্রাম থেকে এই ধরনের রোগী বেশি আসছে”।

ভ্যাক্সিনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন “আমাদের হাসপাতালে ভ্যাক্সিনের কোন ঘাটতি নেই। ভ্যাক্সিন দেয়ার পর কোন রোগীকে ভর্তি করার প্রয়োজন হয় না”।

Exit mobile version