Site icon Jamuna Television

শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব, বৃষ্টিতে দুর্ভোগ

টঙ্গির তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিয়েছে মাওলানা সা’দের অনুসারিরাসহ সাধারণ মুসল্লিরা। আজ সকালে ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা।

দিল্লির নিজামুদ্দিন মারকাজ এর শীর্ষ মুরুব্বী ইকবাল হাফিজ এর নেতৃত্বে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। তার বক্তব্যের বাংলা অনুবাদ করেন কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা আব্দুল্লাহ।

সকাল সাড়ে সাতটার পর হালকা বৃষ্টি শুরু হলে দুর্ভোগে পড়েন মুসল্লিরা। এর আগে ভোরে ফজরের নামাজের সময় সা’দ অনুসারীদের জন্য গেট খুলে দেয়া হয়। রাতভর সড়কেই অপেক্ষা করতে হওয়ায় তখনও দুর্ভোগ পোহাতে হয় মুসলিদের। তাদের অভিযোগ, নানা অজুহাতে হাজার হাজার মুসল্লিকে সড়কে রাত যাপন করাতে বাধ্য করেছেন কর্তৃপক্ষ।

ময়দানে ঢুকতে না পারায় রান্না হয়নি বলে অনেকেই ছিলেন না খেয়ে। তাবলিগ জামাতের নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া সংকটের খেসারত সাধারণ মুসল্লিদের দিতে হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।

Exit mobile version