Site icon Jamuna Television

চট্টগ্রামে বস্তিতে আগুন, ঘুমন্ত অবস্থায় নিহত ৮

চট্টগ্রাম নগরীর চাক্তাই ভেড়ামার্কেট বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৮ জন। গতকাল গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। নিহত প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে তিনটার দিকে হঠাৎই বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। এসময় বেশিরভাগ মানুষ দৌঁড়ে বেরিয়ে গেলেও ঘুমন্ত অবস্থায় ৮ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

ঘণ্টাখানেক চেষ্টায় ভোর চারটার দিকেই আগুন নিয়ন্ত্রণে আসে। নিহতদের মধ্যে দুটি পরিবারের ৭ জন রয়েছে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

Exit mobile version