Site icon Jamuna Television

৩ দিনের সফরে আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল ৭টার দিকে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

আবুধাবিতে আজ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন শেখ হাসিনা। পরে আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সাথে সাক্ষাতের কথা রয়েছে তার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের সাথেও একটি দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন তিনি। যোগ দেবেন প্রবাসী কমিউনিটির একটি অনুষ্ঠানেও। আগামী ২০ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Exit mobile version